বিস্তারিত ব্লগ

প্রচ্ছদ / বিস্তারিত ব্লগ

দারুল কুরআনের ১২তম হাফেয বদরুদ্দীন মাহবুব



storage/app/দারুল কুরআনের ১২তম হাফেয বদরুদ্দীন মাহবুব যুগোপযোগী ও অত্যাধুনিক মানসম্পন্ন একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসা। প্রতিষ্ঠানটির অবস্থান কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা সদরে। গত ৪ রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি, ৫ আশ্বিন ১৪৩০ বাংলা, ২০ সেপ্টেম্বর ২০২৩ ঈসায়ী, বুধবার ভোর ৪টা ৫৫মিনিটে হিফয জীবনের শেষ সবক শুনিয়ে মাদরাসার ১২তম হাফেয হিসেবে যুক্ত হলো মো. বদরুদ্দীন মাহবুব। পবিত্র কুরআনের হাফেয হয়ে গৌরব অর্জনের এসময় মাহবুবের পাশে থাকতে ভোর রাতে ক্যাম্পাসে ছুটে আসেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেয মাওলানা এমদাদুল্লাহ্। তিনিই তার শেষ সবক শুনেন। এসময় হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ উপস্থিত ছিলেন। মো. বদরুদ্দীন মাহবুব ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামে জন্ম গ্রহণ করে। তার পিতা মো. ফরিদ উদ্দীন পেশাগত ভাবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মাতা ফারজানা আক্তার পারভীন গৃহিণী। মাহবুব ঢাকার ফার্মগেট কৃষি ল্যাবরেটরি জামে মসজিদ ও হাফিজিয়া মাদরাসায় নুরানি ও নাযেরা পড়ে হিফয শুরু করে ছয় পারা হিফয পড়তে সক্ষম হয়। ২০২০ সালের ১০ আগস্ট দারুল কুরআন মাদরাসার হিফয বিভাগে ভর্তি হয়ে ওই ছয় পারা শুনিয়ে ৭ম পারা থেকে পুনরায় হিফয শুরু করে। তার হিফয সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় চার বছর। যদিও তার সহোদর ছোট ভাই মো. মহিউদ্দীন মারুফ দারুল কুরআন মাদরাসা থেকেই তিন মাসে নাযেরা সম্পন্ন করে গত ১৪ জুন মাত্র আড়াই বছরে হিফয শেষ করে। মাহবুবের মেধা কিছুটা দুর্বল হলেও তার চেষ্টার কোনো কমতি ছিল না। সবসময় সে পড়াশুনায় মনযোগী ছিল। একটি পড়া একবার না পাড়লেও বার বার চেষ্টা করেছে। অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছেলে মাহবুব সর্বদায় তার শিক্ষকদের কথামতো চলার চেষ্টা করে। মাদরাসার সিনিয়র ছাত্রদের শ্রদ্ধা করে চলা ও ছোটদের স্নেহ করা তার স্বভাবজাতে পরিণত হয়েছে। মেধায় দুর্বল ছাত্র মাহবুবের মুল সম্বল ছিলা মাতা, পিতা ও শিক্ষকদের দোয়া। খতমে কুরআন উপলক্ষে বাদ ফযর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে তার হাফেয হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদ্য হাফেযের পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে। প্রতিষ্ঠান প্রধান, হিফয বিভাগের প্রধান শিক্ষক এবং নাযেরা বিভাগ ও হিফয বিভাগের ছাত্রদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন দারুল কুরআনের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হাফেয হোসাইন আহমাদ।