বিস্তারিত ব্লগ

প্রচ্ছদ / বিস্তারিত ব্লগ

দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান



storage/app/দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার নাযেরা বিভাগের উত্তীর্ণ চারজন ছাত্রের হিফয সবক প্রদান ও আবাসিক নুরানি বিভাগের উত্তীর্ণ ১৯ জন ছাত্র, ছাত্রীর আমপারা সবক গত ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে। দারুল কুআনের পরিচালক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফির (রহ.) খলিফা ও রাজধানীর মিরপুর ভাষানটেক জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব ইসলাহুল উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম সাহেল ও কিশোরগঞ্জ পুলিশ লাইনস হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মাদ আবুল কাশেম শামীম। এসময় ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. ফরিদ উদ্দীন, কিশোরগঞ্জ মাদরাসা দারুল উলুমের হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফেয মাওলানা মাহবুবুর রহমান, দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেয হোসাইন আহমাদ, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয মো. আনোয়ার হোসেন, আবুল কাশেম, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাতসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।